ভিসা ছাড়াই যেতে পারেন যেসব দেশে

follow-upnews
0 0

1
ভুটান

পাহাড়ে ঘেরা সার্কের এই দেশটি বাংলাদেশি পর্যটকদের জন্য নতুন আকর্ষণ হয়ে উঠেছে৷ ঢাকা থেকে এখন সহজেই বিমানে করে সরাসরি সেখানে যাওয়া যাচ্ছে৷ যাত্রা শুরুর আগে ভিসা জোগাড়ের কোনো ঝামেলা নেই৷

1মালদ্বীপ

সার্কের এই দেশটির আয়ের একটি বড় অংশ পর্যটন৷ ইউরোপ থেকে প্রতিবছর অনেক পর্যটক সেখানে যান বেড়াতে৷ বাংলাদেশিদের জন্যও সেখানে যেতে ভিসার কোনো প্রয়োজন নেই৷

1ইন্দোনেশিয়া

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ায় ঘুরতে যান ইউরোপ, অস্ট্রেলিয়ার অনেক পর্যটক৷ এবার বাংলাদেশিদের জন্য সেখানে যাওয়ার প্রক্রিয়া সহজ করেছে সে দেশের সরকার৷ ২০১৬ সালের এপ্রিল মাস থেকে সেখানে যাওয়ার জন্য বাংলাদেশিদের আগে থেকে ভিসা নেয়ার প্রয়োজন পড়ছে না৷ তাই প্রয়োজনীয় কাগজপত্র আর পাসপোর্ট নিয়ে চলে যান ইন্দোনেশিয়ায়৷ সেখানকার বিমানবন্দরে নেমেই আপনি পেয়ে যাবেন ৩০ দিনের ভিসা৷

1ফিজি

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা চাইলে প্রশান্ত মহাসাগরের এই দেশটিতে ঘুরতে যেতে পারেন৷ বাংলাদেশি পর্যটকদের জন্য দেশটিতে অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷

1ভানুয়াতু

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটির সঙ্গে বাংলাদেশের একটি জায়গায় মিল আছে৷ জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের সঙ্গে আছে এই দেশটি৷ ভানুয়াতুর আয়ের একটি অন্যতম বড় অংশ আসে পর্যটন থেকে৷ বাংলাদেশিদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷ অস্ট্রেলিয়ায় বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন৷

1সামোয়া

দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশটিও বাংলাদেশি পর্যটকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার সুযোগ দিচ্ছে৷

1ত্রিনিদাদ ও টোবাগো

ব্রায়ান লারার কারণে এই দেশটির সঙ্গে বাংলাদেশিরা বেশ পরিচিত৷ তাই যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা অন-অ্যারাইভাল ভিসার সুযোগ নিয়ে সহজেই ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটিতে ঘুরতে যেতে পারেন৷

1গ্র্যানাডা

এই দেশটির ক্রিকেটাররাও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলে খেলার সুযোগ পেয়ে থাকেন৷ আন্দ্রে ফ্লেচার, ডেভন স্মিথরা এসেছেন এই গ্র্যানাডা থেকে৷ নিউ ইয়র্ক থেকে এই দেশটিতে সরাসরি বিমানে যেতে পারেন বাংলাদেশিরা৷ তাঁদের জন্য অন-অ্যারাইভাল ভিসার ব্যবস্থা আছে৷

1সেশেলস

পূর্ব আফ্রিকা থেকে প্রায় দেড় হাজার কিলোমিটার পূর্বে ১১৫টি দ্বীপ নিয়ে গঠিত এই দেশ৷ বাংলাদেশি পাসপোর্টধারীরা সেই দেশে ‘ভিসা-অন-অ্যারাইভাল’ নিয়ে যেতে পারবেন৷ আরব আমিরাতে বসবাসকারী বাংলাদেশিরা এই সুযোগ নিতে পারেন৷

সূত্র: ডি ডিব্লউ

Next Post

ঘুরতে যাবেন? যেতে পারেন চর কুকরী-মুকরী

চর কুকরী-মুকরী: সৈকতে হরিণের অভয়ারাণ্য। চর কুকরি-মুকরি হচ্ছে ভোলা জেলার চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন। এখানে শহরের কোলাহল, বিদ্যুতিক বাতি, এমনকি রিকশাও নেই, আছে নিসর্গের মাঝে কিছু মানুষের বসবাস। ভোলা জেলার মূল ভূ-খ- থেকে প্রায় দেড়শ কিলোমিটার দক্ষিণে এর অবস্থান। বঙ্গপোসাগরের কোল ঘেষে জেগে ওঠা এই চরটি স্থানীয়দের কাছে দ্বীপকন্যা নামে […]