পুরুষের অন্তর্বাস ও মোজা চোর বিড়াল
নিউজিল্যান্ডের একটি শহরে গত ক’দিন ধরে মানুষের বাড়ি থেকে মাঝরাতে পুরুষের অন্তর্বাস আর মোজা চুরির হিড়িক পড়ে গিয়েছিলো। কিন্তু কে সেই চোর তার রহস্য কিছুতেই ভাঙতে পারছিলো না কেউ। কিন্তু হ্যামিলটন শহরের রহস্যময় এই চোরকে শেষ পর্যন্ত শনাক্ত করা গেছে- এই চোর আর কেউ নয়, একটি বিড়াল, নাম ব্রিজিট। এই খবরটি দিয়েছে নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকা।…