রতনে রতন চেনে
একদম রতনে রতন মিলেছে। # বাড়িআলা: আপনি কী করেন? * হবু ভাড়াটিয়া: কিছু করি না আপাতত। # বাআ: তাহলে এত টাকা দিয়ে বাসা নিচ্ছেন? * হভা: তিন মাসের সংস্থান আছে, এর পরেরটা পরে দেখা যাবে। ছোট বাসায় থেকে হয় ন। নিজের একটা রুম দরকার। বউয়ের সাথে রুম শেয়ার করতে ভালো লাগে না। মা’এর আলাদা রুম…