মাঝ রাতে সঙ্গম শেষেও আমি একা
আমার শক্তির জায়গাটা আমিই; খুবই একা, ঠোঁঠে মাছ পুরে পুকুর পাড়ে ঝুলে পড়া পেয়ারা গাছে বসা ক্ষুধার্ত মাছরাঙ্গাটার চেয়েও একা; মাঝ রাতে সঙ্গম শেষেও আমি একা। শ্রমিক কিন্তু কলমটা চালাতে জানি, যা না মানার মানি না কোন ভয়ে বা প্রলোভনেও না। শ্রমিক ডরে না শ্রমিক মরে না, সমস্ত পৃথিবী তার শত্রু হলেও; সত্য কথাটা তাই…
