ফলের গায়ে স্টিকার : কি লেখা তাতে? দেখে বুঝে ফল কিনুন
আপেল বা মাল্টা কিনতে গিয়ে এ অভিজ্ঞতা প্রায় সকলেরই হয়েছে। কিছু ফলের গায়ে স্টিকার লাগানো থাকে। স্টিকার দেখে ফলগুলোকে আমরা উন্নততর ভাবি, অথবা কিছুই ভাবি না, বিষয়টিকে আমলেই নিই না। কিন্তু আসলে কি ঐ স্টিকারগুলো গুরুত্বহীন? কি লেখা তাতে? আসলে বিশেষ গুরুত্ব রয়েছে ফলের গায়ে সাঁটানো ঐ স্টিকারের। স্টিকারের বিশেষ কোড নম্বর বিশ্লেষণ করে বোঝা…
