
বিদায়ের এ রাত্রীতে বিষন্ন হইও না
মৃত্যুর কাছে বশ্য হইও না, বার্ধক্য ভুলে শেষ মুহূর্তে এসেও লড়াইটা চালিয়ে যাও। জেগে ওঠো, বিক্ষুব্ধ হয়ে ওঠো, নিভু নিভু আলোটুকু নিভতে দিও না। উপসংহারে এসে জ্ঞানীরা এটি মানে যে, মৃত্যুই সত্য। কারণ, তারা জানে তাদের কথা ও কাজে পৃথিবীতে এখনও কোনো পরিবর্তন সাধিত হয়নি। না, মৃত্যুর কাছে নিজেকে সমর্পণ করো না। ভালো মানুষেরা, শেষ…