বাজপাখির জন্য গোটা বিমান ভাড়া!
বিমানের যাত্রী আসনে সিটে বাজপাখি বাঁধা- এমন ছবি ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। চলছে আলোচনা-সমালোচনা। শিকার করা ৮০টি বাজপাখির জন্য আস্ত একটি বিমান ভাড়া করে আলোচনা জন্ম দিয়েছেন সৌদি আরবের এক প্রিন্স। বিমানে যাত্রীদের আসনে শক্ত করে ডানা বাঁধা পাখিগুলোকে বসিয়ে রাখার ছবিটি প্রকাশ হয়েছে সামাজিক মাধ্যম রেডিটে, ‘ল্যান্সো’ নামের একটি অ্যাকাউন্ট থেকে। ছবিটি বিমানটির…