
ঘরেই গরুর মাংসের কালাভুনা!
উপকরনঃ – পনে এক কেজি হাড় ছাড়া গরুর মাংস (কিউব সাইজে কাটলে ভালো দেখাবে) – মরিচ গুড়া (ঝাল বুঝে) হাফ চামচ বা তার বেশী – হলুদ গুড়া এক চামচ – জিরা গুড়া হাফ চামচ – ধনিয়া গুড়া হাফ চামচ – এক চাচম পেঁয়াজ বাটা – দুই চামচ রসুন বাটা – হাফ চামচ আদা বাটা –…