দুই মেয়েকে উত্ত্যক্ত করার বিচার চাইতে গিয়ে মেম্বারের হাতে নৃশংস হামলার শিকার হন ঝিনাইদহের কালীগঞ্জের নল ভাঙা গ্রামের শাহনুর বিশ্বাস
‘একটা পা-ও যদি থাকত, নিজের কাজ নিজে করতে পারত। কিন্তু এখন কারও সাহায্য ছাড়া মানুষটা চলতেও পারবে না। তার উপার্জনে এতদিন পাঁচজনের সংসার চলতো। ছেলে-মেয়েদের লেখাপড়া চলত। সেই মানুষটা যদি ঘরে পড়ে থাকে, তাহলে আমাদের কী হবে? পথে বসা ছাড়াতো আমাদের কোনও উপায় নেই!’ এভাবে নিজেদের দুর্ভোগের কথাগুলো বলছিলেন ঝিনাইদহের কালীগঞ্জের দুই পা হারানোর শাহনুর…