মাগুরায় তিন বীজ ব্যবসায়ীকে ভ্র্যাম্যমান আদালতের জরিমানা

follow-upnews
0 0
মাগুরা
নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল সরকার

মাগুরা শহরের ঢাকা রোড এলাকায় ৩ টি বীজ বিক্রয়কারি প্রতিষ্ঠানে আজ বুধবার বিকেলে ভ্র্যাম্যমান আদালত অভিযান চালিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল সরকার মাগুরাবার্তাকে জানান- বীজের প্যাকেটে মূল্য না থাকা, উৎপাদন ও মেয়াদ লেখা না থাকা, ওজন লেখা না থাকাসহ বিভিন্ন অপরাধে অজয় বীজ ভান্ডার, রিপন বীজ ভান্ডার ও মোল্যা সীডকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরণের বীজ বিক্রি না করার জন্য তাদেরকে মৌখিকভাবে সতর্ক করে দেয়া হয়েছে।

#সৌজন্যে: magurabarta24

Next Post

আজ ঐতিহাসিক জেলহত্যা দিবস

৩ নভেম্বর, জেলহত্যা দিবস আজ। বাঙালি জাতির ইতিহাসে আরেকটি কলঙ্কজনক দিন। ১৯৭৫ সালের এই দিনে মুক্তিযুদ্ধের অন্যতম প্রধান নেতৃত্ব দানকারী, দেশ গড়ার কারিগর জাতীয় ৪ নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর হত্যা করে ঘাতকেরা। স্বাধীনতাবিরোধী, মানবতাবিরোধী, সভ্যতাবিরোধী  ঘাতক চক্র জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন (অব.) মনসুর আলী […]
জাতীয় চার নেতা