বাগেরহাটে অস্ত্রসহ জঙ্গি আটক

follow-upnews
0 0

_92235376_jm

বাংলাদেশের বাগেরহাট শহর থেকে অস্ত্র সহ চার সন্দেহভাজন ‘জেএমবি সদস্য’কে আটকের দাবি করছে পুলিশ।

জেলা পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় বিবিসিকে জানান তারা নিশ্চিত হয়েছেন এরা জেএমবির সদস্য ও নাশকতার

পরিকল্পনা নিয়েই তারা বাগে

রহাট শহরের খ্রিস্টানপল্লি এলাকায় সমবেত হয়েছিলো।

তিনি জানান রাতে বিভিন্ন স্থান থেকে আসা জেএমবি সদস্যরা শহরের একটি স্থানে সমবেত হওয়ার পর পুলিশ খবর পেয়ে অভিযান চালালে তারা হাত বোমা ছুঁড়তে শুরু করে।

এরপর পুলিশ পাল্টা গুলি ছুড়লে এক পর্যায়ে জঙ্গিদের মধ্যে চারজন বেশ কিছু অস্ত্রসহ ধরা পড়ে।

আর কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

_92235503_6da7165b-26de-416d-86a8-7f0285a87f22

কিন্তু তারা জেএমবি সদস্য বা জঙ্গি এটি পুলিশ নিশ্চিত হতে পেরেছে কি-না এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, “আমরা সম্পূর্ণ নিশ্চিত। তারা বিশেষ পরিকল্পনা নিয়েই শহরে এসেছিলো”।

তিনি জানান আটক হওয়া চারজনের কাছে দেশি পিস্তল, ধারালো অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম পাওয়া গেছে।

 

সংবাদ: বিবিসি বাংলা

Next Post

মতিন বাঙ্গালির কবিতা

  এম এ মতিন
মতিন