একটি সাদা-নীল-সস্তা প্রশ্ন / দিদারুল আলম
আমার বলার কিছুই নেই… চোখের সামনে উলঙ্গ হয়ে হেঁটে বেড়ায় লাল-নীল-সাদা-কালো পরীরা তাদের নিজস্ব কোন রঙ-ঢং নেই অন্যের রঙে-ঢঙেই তাদের বেশ সয়ে যায়। অথর্ব-অযাচিত হস্তক্ষেপের কাল থাবায় স্প্যাম যখন ইনবক্স হয় বাঁধা পায় অসংখ্য উৎসাহী কর্ম কলঙ্ক আর কালতে যাপিত ধর্ম খুন করে উল্লাসে মাতে প্রকৃতির তাল ভঙ্গ হয় না তাতে! আমার ভাবনায় কার কি…