বাড়ি ভাড়া আইন ১৯৯১ -এর উল্লেখযোগ্য কয়েকটি বিষয়
বাড়িভাড়া সংক্রান্ত কোনো বিষয়ে বাড়িওয়ালার সাথে বনিবনা না হলে বা বাড়িওয়ালার অথবা ভাড়াটিয়ার জবরদস্তিমূলক কোনো আচরণে কোনো পক্ষ সংক্ষুব্ধ হলে বাড়িভাড়া আইন-১৯৯১ এর আলোকে বাড়িভাড়া আইন নিয়ন্ত্রক বরাবর অভিযোগ করা যায়। দরখাস্তের চূড়ান্ত শুনানী ৪৷ (১) এই আইনের অধীন নিয়ন্ত্রকের নিকট পেশকৃত প্রত্যেকটি দরখাস্তের শুনানী তিন মাসের মধ্যে সম্পন্ন করিতে হইবে৷ (২) উপ-ধারা (১) এ…