মুগলির মত নয়, হয়ত পরিবারই ফেলে গেয়িছিল জঙ্গলে কুড়িয়ে পাওয়া মেয়েটিকে
https://youtu.be/NGgv17AiY6k সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন বলছে, “মুগলি খ্যাত যে মেয়েটিকে উত্তর প্রদেশের জঙ্গলে পাওয়া গেছে তাকে হয়ত তার পরিবারই ফেলে গিয়েছিল।” প্রথমে বলা হয়েছিল, উত্তর প্রদেশের একটি ন্যাচারাল রিজার্ভ ফরেস্টে বানরের সাথে বসবাসরত একটি মেয়েকে পাওয়া গিয়েছে, যে চার হাত পায়ে চলে এবং বানরের মত ডাকে। একজন ফরেস্ট রেঞ্জার এসোসিয়েটেড প্রেসকে বলেন, “মেয়েটিকে যখন পাওয়া গিয়েছিল…