কুইটো শহরে ৯০ ডিগ্রি তাপমাত্রায় পানি ফোটে
• দেশটির মধ্য দিয়ে ইকুয়েটর (equetor) লাইন অতিক্রম করায় দেশটির নাম হয়েছে ইকুয়েডর। • ইকুয়েডর-এর লোকসংখ্যা দেড় কোটির মত। • ইকুয়েডর-এর রাজধানী কুইটো বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃত। • বেশিরভাগ লোক স্প্যানিশ ভাষায় কথা বলে। • ইকুয়েডর-এর জাতীয় ফুল গোলাপ। • মুদ্রা হিসেবে আমেরিকান ডলার ব্যবহৃত হয়। • দুই লক্ষ বায়াত্তর হাজার পঁয়তাল্লিশ বর্গ কিলোমিটার। •…
