যে দেশে বিশ্বকাপ

follow-upnews
0 0
সাম্বা নৃত্য
সাম্বা নৃত্য

• দক্ষিণ আমেরিকার সবচে বড় দেশ ব্রাজিল।
• ব্রাযিলিউড গাছের নাম থেকে ব্রাজিল দেশের নামকরণ হয়েছে।
• ব্রাজিলিয়ানরা পর্তুগিজ ভাষায় কথা বলে।
• দক্ষিণ আমেরিকার শুধু ব্রাযিলিয়ানরাই পর্তুগিজ ভাষায় কথা বলে।
• ব্রাজিলের শিক্ষার হার ভালো, তবে দক্ষিণ আমেরিকার মধ্যে এ হার সবচে কম, যা ৮৬.৪%।
• ১৮২২ সালে ব্রাজিল পর্তুগিজদের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে।
• আয়তন এবং জনসংখ্যা উভয় দিক থেকে ব্রাজিল পৃথিবীর মধ্যে পঞ্চম।
• ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়া, সবচে’ বড় শহর সাও পাওলো।
• অন্যান্য বড় শহরের মধ্যে রয়েছে রিও-ডি-জেনিরো, সালভাদর এবং ফরটালিযা।
• ব্রাযিলিয়ানরা রাস্তার ডান পাশ ধরে গাড়ি চালায়।
• ব্রাজিলের ৭৪৯১ কিলোমিটার সমদ্র সৈকত রয়েছে।
• চিলি এবং একুয়াডোর বাদে দক্ষিণ আমেরিকার সকল দেশের সাথে ব্রাজিলের সীমানা রয়েছে।
• অনেক বড় দেশ হওয়ায় ব্রাজিলের তিনটি টাইমজোন রয়েছে।
• বিশ্বের বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বর্তমানে ব্রাজিল অন্যতম। জিডিপির হিসেবে ব্রাজিল বর্তমানে অষ্টম অবস্থানে আছে।
• ব্রাজিল জাতিসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।
• ব্রাজিলের মধ্যে দিয়ে বয়ে চলা আমাজান নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী।
• ব্রাজিল দেশটা বিভিন্ন ধরনের জীববৈচিত্রে পরিপূর্ণ। আর্মাডিলো, জাগুয়ারস এবং পুমাস ব্রাজিলের অন্যতম অভ্যন্তরীণ প্রাণী। পাখি প্রজাতির সংখ্যার দিক থেকে ব্রাজিলের অবস্থান পৃথিবীতে তৃতীয়, সরীসৃপ এর প্রজাতির দিক থেকে পঞ্চম।
• কাঠের ব্যবসা, মাছ ধরা এবং কৃষিকাজ ব্রাজিলের বেশিরভাগ জনসাধারণের প্রধান পেশা।
• কফি, সয়াবিন, গম, ধান, ভুট্টা আঁখ, কোকো, এবং বিভিন্ন পশু ব্রাজিলে প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, এবং তারা এগুলো রপ্তানি করে।
• পর্যটন শিল্প ব্রাজিলের জিডিপিতে বিশেষ অবদান রাখে। প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটক ব্রাজিলে বেড়াতে যায়।
• ব্রাজিলে পঁচিশশো বিমান বন্দর রয়েছে, যা পৃথিবীর মধ্যে একক দেশ হিসেবে দ্বিতীয় বৃহত্তম।
• ফুটবল ব্রাজিলের সর্বাধিক জনপ্রিয় খেলা। এ পর্যন্ত তারা পাঁচবার বিশ্বকাপ জিতেছে।
• ব্রাজিলে বিভিন্ন গোত্র এবং সম্প্রদায়ের লোক বাস করে। এর মধ্যে ইউরোপিয়ান ৫৪%, ইউরো-আফ্রিকান ৩৯%, আফ্রিকান ৬%, অন্যান্য ১%।
• রিও-ডি-জেনিরোর করকভাদো পর্বত পৃথিবীর অন্যতম বিখ্যাত পর্বত। এই পর্বতে ৯৮ফুত উঁচু মূর্তি থ্যা রিদিমার অবস্থিত। ১৯৩১ সালে মূর্তিটি ঐ পর্বতের উপর রাখা হয়। এটি পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি।

Christ the Redeemer
খ্রাইস্ট দ্যা রিডিমার

• ব্রাজিল পৃথিবীর সবচে’ লম্বা দেশ এটি ২৮০০ মাইল লম্বা।
• ফ্রাঞ্চ, সুইজারল্যান্ড, ইতালি ইত্যাদি দেশের পূর্বে ১৯৩১ সালে ব্রাজিলের নারীরা ভোটাধিকার পায়।
• ব্রাজিলের প্রত্যেক শহরে কমপক্ষে একটি ভালো স্টেডিয়াম আছে।
• ব্রাজিলে জাপানের একটি শহর রয়েছে।
• বেস্যাবৃত্তি ব্রাজিলে একটি বৈধ পেশা, এরজন্য কোনো লাইসেন্স লাগে না, তবে প্রাপ্তবয়স্ক হতে হয়।
• সাম্বা ব্রাজিলের বিখ্যাত এক ধরনের নৃত্যগীত।

Next Post

জীবন এখানেই শেষ নয় – আন্দ্রেস এস্কবার

১৯৯৪ সালের ঘটনা। ফুটবল বিশ্বকাপে কলোম্বিয়া সে বছর আমেরিকার কাছে হেরে যায়। ঐ খেলাতে আন্দ্রেস এস্কবারের পায়ে লেগে একটি আত্মঘাতী গোল হয়েছিল। কলোম্বিয়া হেরে গিয়েছিল ২-১ গোলে। ঐ হারের দুই সপ্তাহ না যেতেই এস্কবারকে মেডলিনের একটি রেস্টুরেন্টএ ২ জুলাই ১৯৯৪ তারিখে গুলি করে হত্যা করা হয়। কলোম্বিয়া তখন সন্ত্রাস এবং […]