
এ ধরনের প্রচারপ্রিয় মানসিকতা অগ্রহণযোগ্য
“দরদামে যারা দেহ বেঁচে তাদের তোমরা বেশ্যা বলো! ওরা যারা মৃত্যু-ক্ষুধা পুঁজি করে দেহ-মন নিলামে তোলে?” পেছনে নাকে-মুখে নল লাগানো অচেতন খাদিজা বেগম। খাদিজাকে দেখতে গিয়ে তোলা ছবি (সেলফি) আজ সন্ধ্যে ৭টার দিকে নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেন সাংসদ সাবিনা আক্তার তুহিন। সঙ্গে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ অপু উকিলসহ আরেকজন নারী।…