
যেখানে তুমি নেই, তোমরা নেই, কেউ নেই
১ সরে যেতে হবে একটু দূরে, এরপর আড়াল করে আরেকটু দূরে, এভাবে বহুদূরে- যেখানে তুমি নেই, তোমরা নেই, কেউ নেই। ২ কোনো এক মহা বিস্ময়ে মহাকাশ হতে ছিটকে এসেছি যেন! দুর্বোধ্য সব অভিসন্ধানে মানুষ হেথায় পরস্পরে বিপন্ন! ৩ সব কিছু ছেড়ে দেওয়া যায় না মুহূর্তে? নিজেকে বড্ড তুচ্ছ লাগে আজকাল। ধ্বংসের স্বপ্ন দেখি সারাক্ষণ আবার…