বাংলা আমার ।। দীপ্রা নাথ
তোমার চিকিৎসা চলে? শরীর ভালো? কাকে জিজ্ঞাসা করি, বল? ওরা বলবে, এই হিন্দু মেয়ের কেন দরকার তোমার খবর? হিন্দু মেয়ে না আমি, মানুষ শুধু। ধর্ম -জাতে পরিচয় মানিনি কখনো মানুষকে মানুষ থেকে দূরে ঠেলে যা তা কি করে মানুষের পরিচয় হয়? নিজের রক্ত ওরা ছুঁয়ে বলুক তো, যাদের হিন্দু বলে ওরা নিজ পূর্বপুরুষের রক্তে তাদের…
