সতীত্ব না হারালে কেউ সৎ হয় না যে …
প্রিয়তম, ওরা আড়ম্বরে ডেকেছে তোমায়, তুমি কি যেতে চাও? যাও, একবার ঘুরে আসো। আমিও যাই, দেখে নিই অবকাশে আকাশটাকে। প্রিয়তম, কেন তুমি হিংস্র জানো? আমি জেনেছি সতীত্ব না হারালে কেউ সৎ হয় না যে। প্রিয়তম, বুঝতে পারি তবু ভালবাসি। নাকি ভালবাসি বলে বুঝি না। প্রিয়তম, দিন বদলায়, সময় বদলায়, মানুষ বদলায়, ভালোবাসা বদলায়। তবু কিছু…
