প্রিয়তম, তুমিও কি যাচ্ছ অবশেষে?
১ প্রিয়তম, জীবনের এই শ্রেষ্ঠ মুহূর্তে তোমাকে পেতে চাই একবার আরো। জীবনে দুঃখগুলোও এখন কেমন সুখপাখি হয়ে ওঠে ছলনায়! তুমি কি ভাবতে পারো তা? আকাশ আমায় ছোঁয় পূর্ণতায়, অলীকের আহ্বানে জীবন আবছায়া হয়ে সুর ছড়ায় মুগ্ধ বিষন্নতায়, প্রিয়জনে আচ্ছন্ন হয়ে খোঁজে তোমায়। ২ প্রিয়তম, অপরাধ আছে জানি কিছু না বলা কথায়, তা বলে…
