যদি পারো ।। হাসনা হেনা
যদি পারো যদি পারো বদলে দাও একটি গোধূলি বেলার স্তব্ধতা, কেন এই আলো আঁধারির নিষ্ঠুর নীরবতা ? যদি পারো বুঝতে চেষ্টা করো সময়ের আত্মঘাতি এ খেলায় কেন কাটলো এদিবস হেলায়, সময়ের অভিমান কার উপর, আকাশ, পৃথিবী, বাতাস নাকি মনুষ্য ? যদি পারো অনুবাদ কর দৃশ্য থেকে অদৃশ্য । যদি পারো বুঝতে চেষ্টা কর পৃথিবীকে তার…
