মোতাহার হোসাইনের কবিতা
আমি ১৪২২ বলছি(সংক্ষেপিত) —————————————— ২৩কে পেয়ে ভুলে যেও না আমায় মনে রেখ- আমিও ছিলাম। টাইম মেশিনে চড়ে- আবারও আসিতে পারি ফিরে তোমাদের কাছে-এ বাংলায়। আবারও হয়তো হবে দেখা কোন এক নদীতীরে ঝিকিমিকি বালুচরে কিংবা সমূদ্র সৈকতের মিষ্টি হাওয়ায় কিংবা কোন এক মেঠো পথের- প্রান্ত সীমানায়- দূর অজানায়। নাহয় কোন এক সন্ধ্যায়- ঘনঘোর বরিষায় কিংবা রূপালী…
