
সানোয়ার হোসেনের জঙ্গীবাদ বিরোধী অঙ্গীকারাবদ্ধ ফেসবুক স্টাটাস
#জঙ্গি নিয়ে আমি আর কাজ করবো না হ্যাঁ, আমি আর জঙ্গি-ফঙ্গিতে নাই। অনেকেই তো পুলিশের চাকরি করে, কিন্তু সবাই কি জঙ্গি নিয়ে কাজ করে? করে না। তাহলে এত ঝুঁকিপূর্ণ কাজ আমি কেন করবো? আমিও অন্য কোনও বিভাগে চলে যাচ্ছি। কে চায় পেশাগত দায়িত্ব পালনের দায়ে পরিবারের সদস্যদের হারাতে? কেউ না, তাই আমিও না। ঠিক এই…