শাহিদা সুলতানার কবিতা ♥ ইচ্ছেরা ভুলে যায় পথ
কোথাও কেউ নেই, সমুদ্র পার হয়ে এলে অবেলায় মাঠে কারও থাকবার কথা থাকে না– মায়াবতী ইচ্ছেরা নীলের ক্যানভাসে লেখে আজগুবি কল্পনার গল্প– বিমর্ষ বিকেলে অবিরাম কড়া নাড়ে প্রাসাদের ভুল দরজায়। শাহিদা সুলতানা Share on FacebookPost on X
