সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে … // লুৎফর রহমান রিটন
সমস্যা যদি হয় বৈশাখী মঙ্গলে তুমি চলে যেতে পারো প্রিয় কোনো জঙ্গলে। তুমি চলে যেতে পারো দূর মরু সাহারায় বাঙালি রইলো তার সংস্কৃতি পাহারায়। সংস্কৃতিসনে তুমি মিশিও না ধর্ম মেশাতে চাইলে সেটা হবে অপকর্ম। ধর্ম ও সংস্কৃতি চিরকালই ভিন্ন সভ্যতা-ইতিহাসে তারই দ্যুতি-চিহ্ন। (না মানুক অন্ধরা না জানুক উকিলে বসন্ত আসিবেই ডাকিবেই কুকিলে…) বাংলা ও বাঙালির…