বলাই দাসের কবিতা
পাদপ পাদপ ছায়ে পাদবিক বসে, তরুশিরে গাহে পাখি শাখায় শাখায় মধুর আলিঙ্গঁনে মিতালী করিছে শাখী। কত ফুলে-ফলে সরস ধরণীতে মাথা উঁচু করে বাঁচে তরু, বিটপি অভাবে কত দুঃখেতে সদা কাঁদিছে উসর মরু। ভ্রমর-ভ্রমরী করে কানাকানি, দেখে ঐ গহীন বনে হরিণ-হরিণী করে মাতামাতি প্রাণ বধুঁয়ার সনে। সবুজ চাঁদোয়ায় ধরণী ছাইল ঝড়কে রুধিল গাছ গাছের তলে…
