জেনিফার আন্টির বাঘেরা // আদ্রিয়ান রিচ
আন্টি জেনিফারের বাঘেরা একটি পর্দা জুড়ে সগর্বে হাঁটাহাঁটি করছে, মণিরত্নের ঝিলিক ছড়িয়ে সবুজ পৃথিবীর অধিবাসী তারা। গাছের তলায় আসীন পুরুষদের তারা ভয় পায় না; অসীম শক্তির নিদর্শণ রেখে মসৃণ গতিতে তারা হেঁটে যায়। আন্টি জেনিফারের আঙুল পশমের মধ্যে কেঁপে কেঁপে উঠছে এমনকি হাতির দাঁতের সুইটিও টানতে তার কষ্ট হচ্ছে। চাচার বাগদানের আংটির বিশাল ওজন আন্টি…