![কোভিড-১৯ এবং আমার বেঁচে ফেরা (২) দিব্যেন্দু দ্বীপ](https://follow-upnews.com/wp-content/uploads/2021/08/দিব্যেন্দু-দ্বীপ-768x1016-1.jpg)
কোভিড-১৯ এবং আমার বেঁচে ফেরা (২)
পূর্বপ্রকাশের পর (লিঙ্ক) এরপর সোহরাওয়ার্দী হাসপাতালে কোভিডের নিয়মিত চিকিৎসাতেই আমি সুস্থ হয়েছি। যারা হাসপাতালে নিয়ম করে আমার কাছে ছিল— আমার স্ত্রী নুরুন্নাহার সুবর্ণা, বড় বোন তুলিকা রাণী দাস, ছোট বোন দেবপ্রিয়া দাস, ছোট ভাই শেখ দিদারুজ্জামান, এবং দাদা বাবু বিভাষ ভূষণ দাস মাঝে মাঝে গিয়েছেন। ছোট ভাই সজল বিশ্বাস দেখতে গিয়েছিলেন। আমি না চাইলেও বিকাশে…