তবু এক উদ্বেলিত জীবন
°°° অশান্তিরা চাপা পড়ে থাকে প্রতিজ্ঞায়, প্রতিশ্রুতিগুলো নিজেকে আড়াল করে অক্ষমতায়। এ নষ্ট দিনে আমারও কিছু বিলাপ আছে- বিপন্ন হয় নদীর ধারে, পুরনো কড়ই গাছে বাসা বাঁধা মৌমাছীদের সাথে। পথ বেয়ে চলে যাই ঘুমহীন চোখে মুয়াজ্জিনের পিছে পিছে— আমারও কিছু ধর্ম আছে, চিল আর ডাহুকের মতো, আমারও কিছু ধর্ম আছে- যেমন, জোর পায়ে হেঁটে যাচ্ছে…