![বই ।। হুমায়ুন আজাদ বই-হুমায়ুন অাজাদ](https://follow-upnews.com/wp-content/uploads/2018/02/বই.jpg)
বই ।। হুমায়ুন আজাদ
যে-বই জুড়ে সূর্য ওঠে পাতায় পাতায় গোলাপ ফোটে সে-বই তুমি পড়বে। যে-বই জ্বালে ভিন্ন আলো তোমায় শেখায় বাসতে ভালো সে-বই তুমি পড়বে। যে-বই তোমায় দেখায় ভয় সেগুলো কোন বই-ই নয় সে-বই তুমি পড়বে না। যে-বই তোমায় অন্ধ করে যে-বই তোমায় বন্দী করে সে-বই তুমি ছুঁবেই না।