Headlines

আগামীকাল জঙ্গিদের বিরুদ্ধে যৌথ অভিযান

1

শুক্রবার সকাল থেকে সারাদেশে জঙ্গিদের বিরুদ্ধে র‌্যাব পুলিশের বিশেষ অভিযান শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ বিষয়ক এক সভা শেষে আইজিপি এ কে এম শহীদুল হক এ কথা বলেন। বিভিন্ন জেলার এসপি’রা নিজেদের মত ওই নির্দেশ বাস্তবায়ন করবে।

আইজিপি এ কে এম শহীদুল হক চ্যানেল আই অনলাইনকে বলেন, সকল জঙ্গিদের তালিকা হালনাগাদ করা হয়েছে, ইতিপূর্বে গ্রেফতার হওয়া বা সাজাখাটা

জঙ্গিদের কড়া নজরদারীর মধ্যে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব জঙ্গিদের বিরুদ্ধে মামলা হয়েছে তা দ্রুত নিষ্পত্তি করতে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেসব মামলা তদন্তাধীন তা দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় উপস্থিত ছিলেন, সমস্ত রেঞ্জের ডিআইজি, সব মেট্রোপলিটান পুলিশ কমিশনার ও জঙ্গি প্রবণ আটটি জেলার এসপি’রা।