৩১৮ নম্বর স্টলটি পাবেন সোহরাওয়ার্দী উদ্যানে, গিট দিয়ে ঢুকে ডান পাশে

follow-upnews
0 0

গ্রন্থ কুটির প্রকাশনীতে কিছু অভিযোগ এসেছে যে, আপনারা বই মেলায় স্টলটি খুঁজে পাচ্ছেন না। আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি, স্টলটি পাবেন সোহরাওয়ার্দী উদ্যানে। এবার বাঙলা একাডেমিতে মূল ধারার স্টলগুলো বসেনি। শিশুতোষ বই প্রকাশ করে এমন কিছু প্রকাশনীর স্টল বাঙলা একাডেমি প্রাঙনে বরাদ্দ দেওয়া হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানেই বসেছে বেশিভাগ স্টলগুলো। ৩১৮ নম্বর স্টলটি গ্রন্থ কুটির প্রকাশনীর। প্রথম বছর, ছোট একটি স্টল, অনেকেই তাই খুঁজে পাচ্ছেন। সহজে খুঁজে পেতে হলে গেট দিয়ে ঢুকে খানিকটা সামনে এগিয়ে গিয়ে ডান দিকে যাবেন। তারপর একটু খুঁজলে স্টলটি পাবেন। megheder dol

Next Post

দেশে দেশে বইমেলা

অমর একুশে গ্রন্থমেলা :প্রতি বছর পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা অনুষ্ঠিত হয় বাঙলা একাডেমি প্রাঙ্গনে। ২০১৪ সাল থেকে মেলার স্থান সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারিত হয়েছে। এই মেলার ইতিহাস স্বাধীন বাংলাদেশের মতোই প্রাচীন। যতদূর জানা যায়, ১৯৭২ খ্রিস্টাব্দের ৮ ফেব্রুয়ারি তারিখে চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউজ প্রাঙ্গনে বটতলায় এক […]