পঙ্কজ দত্ত । বিষয় : অভিজিৎ রায় হত্যাকাণ্ড

follow-upnews
0 0

আজ আমি অভিজিৎ রায়ের হত্যার স্থানটা দেখতে গিয়েছিলাম। না, আমি সেখানে ফুল দিতে যাইনি, আমি যাইনি তার আত্মার জন্য আশীর্বাদ করতে, আমি যাইনি তার হত্যার বিচার চাইতে।

আমি সেখানে গিয়ে তার রক্তভেজা স্থানটা ছুয়ে দেখেছি, আর প্রতিজ্ঞা করেছি। যতদিন দেহে রক্ত থাকবে, যতদিন আমার মস্তিস্ক সুস্থ থাকবে ততদিন ধর্মীয় উগ্রবাদ, ইসলামী জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদ করে যাব।

Next Post

অভিজিৎ রায়ের ফেসবুক স্টাটাস থেকে

আমি নাস্তিক। কিন্তু আমার আশে পাশের বহু কাছের মানুষজন বন্ধু বান্ধবই মুসলিম। তাদের উপর আমার কোন রাগ নেই, নেই কোন ঘৃণা। তাদের আনন্দের দিনে আমিও আনন্দিত হই। তাদের উপর নিপীড়ন হলে আমিও বেদনার্ত হই। প্যালেস্টাইনে বা কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠীর উপর অত্যাচার হলে তাদের পাশে দাঁড়াতে কার্পণ্য বোধ করি না। অতীতেও […]