১. নরকে কেউ নেই, সব শয়তান এখানে।
২. আমাদের দৃষ্টিভঙ্গিই শুধু কোনো কিছুকে ভালো বা মন্দ হিসেবে প্রতিপন্ন করে।
৩. পিতা যখন সন্তানকে কিছু দেয় দুজনেই হাসে, সন্তান যখন পিতাকে কিছু দেয় দুজনেই কাঁদে।
৪. প্রকৃতির বৈশিষ্ট্যে সমুজ্জ্বল হলে সমগ্র দুনিয়া তোমার আত্মীয় হয়ে উঠবে।
৫. সঙ্গীত যদি হৃদয়ে ভালোবাসা জাগায়, তবে তা বাজাও।
৬. আমরাই আমাদের ভাগ্যের নিয়ন্তা।
৭. সততার চেয়ে মূল্যবান কোনো ঐতিহ্য নেই।
৮. বোকারা নিজেদেরকে জ্ঞানী ভাবে, জ্ঞানীরা নিজেদেরকে বোকা ভাবে।
৯. আমরা জানি আমারা কী, কিন্তু আমরা জানি না আমরা কী হতে পারি।
১০. ভালোবাসো সবাইকে, বিশ্বাস করো কতিপয়কে, ক্ষতি করো না কারো।
https://youtu.be/Pk1mae3obQk?t=26