২ মে ঈশান গোপালপুর গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে ঈশান গোপালপুর জমিদার বাড়িতে এক নৃশংস হত্যাকাণ্ড সংগঠিত করে পাকিস্তানি হানাদার বাহিনী তাদের এ দেশীয় দোসরদের সহযোগিতায়। ২৮ জন নিরপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। দিবসটি উপলক্ষে গীতাপাঠ, নীরবতা পালন, পুঁথিপাঠ এবং আলোচনা সভার আয়োজন করা হয়। শহীদ পরিবার ও ঈশান পরিবারের সদস্যদের আয়োজনে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদপুর শহীদস্মৃতি সংরক্ষণ কমিটির সদস্য সচিব উৎপল সরকার সাগর, যুগ্ন আহ্বায়ক নূর মোহাম্মদ, জাকারিয়া মাতুব্বর, জমিদার ঈশান চন্দ্র সরকারের পঞ্চম প্রজন্ম উজ্জ্বল সরকার লোটন, বীর মুক্তিযোদ্ধা মোহন ফকির, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোবিন্দ বাগচি মৃন্ময়, ডাঃ নিলয় বিশ্বাস, শহীদ পরিবারের সন্তান ক্ষিতিশ বিশ্বাস ও এলাকাবাসী।
https://www.facebook.com/100030580113250/videos/pcb.513445683018098/513440076351992