গ.সা.গু এবং ল.সা.গু বুঝতে পারলে চাকরির পরীক্ষায় আসে এরকম অন্তত দশ প্রকারের অংক সহজে করা সম্ভব

follow-upnews
0 0

11781727_873777062707699_7728253396585004799_n


গ.সা.গু. বা গরিষ্ঠ সনাধারণ গুণনীয়ক (উৎপাদক)
অর্থাৎ কতগুলো সংখ্যার সেই সাধারণ উৎপাদকটি যেটি সবচে বড়।
যেমন ২০ ও ৩০ সংখ্যা দুটির গ.সা.গু ১০, কারণ ১০ হচ্ছে এই দুটি সংখ্যার সবচে বড় সাধারণ (কমন) উৎপাদক।
৪০, ৬০ এবং ৭৫ এর গ.সা.গু বের করতে হবে-
৪০ = ২*২*২*৫
৬০ = ২*২*৩*৫
৭৫ = ৩*৫*৫

দেখা যাচ্ছে উপরের তিন সেট উৎপাদকের মধ্যে সবচে বড় সাধারণ উৎপাদক ৫। এজন্য ৪০, ৬০ এবং ৭৫ এর গ.সা.গু ৫।

ল.সা.গু. বা লঘিষ্ট সাধারণ গুণিতক
অর্থাৎ সবচে বড় কমন সেই সংখ্যাটি যেটি প্রদত্ত সবগুলো সংখ্যার সবচে ছোট গুণিতক।
যেমন, ৫ এবং ১০ এর ল.সা.গু. ২০, কারণ ২০ এর চেয়ে ছোট কোন সাধারণ সংখ্যা নেই যা ৫ এবং ১০ উভয়ের গুণিতক।

মনে রাখুন। কয়েক ধরনের অংক করতে ল.সা.গু. এবং গ.সা.গু প্রয়োজন হবে। আরেকটি সূত্র মনে রাখুন-
ল.সা.গু. * গ.সা.গু = সংখ্যাগুলোর গুণফল।

Next Post

হিসেব দ্রুত করতে পারলে এই অংকটি করতে লাগবে মাত্র ৩০ সেকেন্ড

প্রশ্ন: বনভোজনে যাওয়ার উদ্দেশ্যে একটি কারখানার কিছু কর্মচারীর প্রত্যেকে ভাড়ার টাকা সমানভাবে বহন করার শর্তে ২৪০০ টাকায় একটি বাস ভাড়া করা হলো। ১০ জন কর্মচারী বনভোজনে না যাওয়ায় মাথা পিছু ভাড়া ৮ টাকা বেশি পড়লো। কতজন কর্মচারী বনভোজনে গিয়েছিলেন? এ ধরনের অংক পরীক্ষায় আসলে সহজে করে দেওয়া সম্ভব নয়। রাশি […]