পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৪০ বছর, যখন পুত্রের বয়স পিতার বর্তমান বয়সের সমান হবে তখন তাদের বয়সের সমষ্টি হবে ১০০ বছর, পুত্রের বর্তমান বয়স কত?
মনেকরি, পুত্রের বর্তমান বয়স= x বছর
তাহলে পিতার বর্তমান বয়স = ৪0-x বছর
পুত্রের বয়স বৃদ্ধি পেয়ে পিতার বর্তমান বয়সের
সমান হলে অর্থাৎ ৪0-x হলে পুত্রের বয়স
বৃদ্ধি পায় = ৪0-x-x = ৪0-২x
তাহলে পিতার বয়স বৃদ্ধি পেয়ে হবে = ৪0-x+৪0-২x = ৮0-৩x
শর্তমতে:
৪0-x+৮0-৩x = 100
বা, ১২0-৪x = ১00
বা, -৪x = ১00-১২0
বা, -৪x = -২0
বা, ৪x = ২0
বা, x = ২0÷৪
বা, x = ৫
উত্তরঃ ৫ বছর ।
নিজে করুন: পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৪ গুন। ৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের ১০ গুন ছিল। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?