বিষন্ন রোববার // শাহিদা সুলতানা

follow-upnews
0 0

যতটুকু দেবে বলে ভেবেছিল
সেই প্রসন্ন প্রহর,
ততটুকু পেয়ে গেছি,
তাই আজ আবার এসেছি ফিরে
আমার পুরনো বিষন্ন শহরে
পুরনো বিষন্ন বাড়ি
এখনো তেমনি রয়েছে দাঁড়িয়ে একলা
হয়তো আমারই অপেক্ষায়।
জানালার কার্নিশে এখন রয়েছে বসে
সেই বোবা কবুতর,
ছাদের দড়িতে এখনো ঝুলে আছে
ফেলে যাওয়া শীতের মাফলার।

সোম থেকে শনির কক্ষপথ ঘুরে
বারবার ফিরে আসে সেই বিষন্ন রোববার!


শাহিদা সুলতানা  Shahida Sultana

Next Post

পথিকের প্রেম // দিব্যেন্দু দ্বীপ

সে কি কোনো স্বপ্ন  হতে পারে কবির রূপকল্পনা, নাকি এ এক নির্ঘুম রাতের স্মৃতিকথা? কে সে যে চলে গেছে আরব্য রজনীর গল্পের মতো তোমায় ফেলে? নাহ! এমন কেউ তো হতে পারে না, চলে যেতে পারে না— তবে কি সে মরে গেছে! তোমাদের কি ভীতিপ্রদ প্রথম ভালোলাগায় দেখা হয়েছিল কোনো এক […]
পথিক