Headlines

আমার মন মেতেছে

হাসনা হেনা

চাঁদের গায়ে সত্যি আজ চাঁদ লেগেছে,

আমার মন মেতেছে!

তুমি যদি আজকে শুধু আমার হতে,

বাকী জীবন কেটে যেত স্মৃতিতে।

জীবন কেন একটা হয়,

প্রিয়, তুমি কেন দুটো নও?

হারিয়ে যাক না আমার যা আছে,

শূন্য হাতে নিমগ্ন আমি তোমার কাছে।

হৃদয়ের যত না ফোঁটা ফুল

সকলই আজ পাপড়ি মেলেছে।

অজানা সুরে নিঃসঙ্গ হই,

সে কি শুধু তুমি নও?

আসতে পারো?

আমার জন্য একটু হাসতে পারো?

বুঝতে পারো, বুঝতে চাও

স্ফিত ধমনীতে কার জন্য রক্ত বয়ে চলে এত?

আকাশ ভেঙ্গে পড়ুক মাথায়,

তবু চাঁদটা আমার চাই।

১০

হাত পাতিনি কোনোদিন।

তোমাতে হার মেনেছি,

মহিয়সী, শান্ত করো আমায়।


কবি নাম প্রকাশে ইচ্ছুক নয়