আমি স্বপ্ন দেখি
মরুতে মঙ্গল শোভাযাত্রা হবে,
স্বপ্ন দেখি
বাদশারা সব বাউল হবে।
আমি স্বপ্ন দেখি
তাঁতের শাড়িতে
ওরা স্নিগ্ধ-শুচি হবে,
স্বপ্নে দেখি
মরুতে বাংলা ব্যপ্ত হবে।
ধর্মটা হবে রবীন্দ্রনাথ, বঙ্গবন্ধু
আর লালন ফকির,
ঘরে ঘরে রবে
মুক্ত মানুষের মহাত্মার জিকির।