পিতা-মাতা-পুত্র মিলে এ এক দানব পরিবার
Wed Mar 22 , 2017
কাপড় ধোয়ার সময় এক কাপড়ের রঙ অন্যটিতে লেগে যাওয়াই ছিল অপরাধ। এ অপরাধে প্রথমে গৃহকর্তা ও তার ছেলের হাতে মারধরের শিকার হন গৃহকর্মী ফাতেমা। এরপর গৃহকর্ত্রী তার গায়ে ঢেলে দেন ফুটন্ত গরম পানি। এ ঘটনা জানাজানি হওয়ার ভয়ে ওই গৃহকর্মীকে আটকে রাখা হয় বাথরুমে, গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া […]
