এরকম অংক প্রায়ই চাকরির পরীক্ষায় আসে

বার্ষিক মুনাফা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?

সমাধান: ১০০ টাকায় বছরে কমে টাকা বছরে কমে টাকা

এখন, ৩০০০ টাকার মধ্যে ১০০ আছে ৩০টা

অতএব, ৩০০০ টাকায় ৩ বছরে কমবে ×৩০ = ১৮০ টাকা।ৎ

২ এর কত শতাংশ ৮ হবে?
সমাধান: এটি সিম্পল ম্যাথ। ১০০ শতাংশ বৃদ্ধি পাওয়া বা কমা মানে সম পরিমাণ বৃদ্ধি পাওয়া বা কমা। অর্থাৎ, ১গুণ যুক্ত হওয়া মানে ১০০শতাংশ বেড়েছে। তবে এখানে প্রশ্নটি বুঝতে হবে। যদি বলত, ২ থকে ৮ হলে কত শতাংশ বেড়েছে? তাহলে উত্তরটি ভিন্ন হত। কিন্তু প্রশ্ন করেছে, ২ এর কত শতাংশ ৮ হয়? এটি অনুপাত হিসেব করেই বোঝা সম্ভব। ৮ যেহেতু ২ এর ৪গুণ। অতএব, ২ এর ৪০০% এ ৮ হয়।
ভেঙ্গে করলে যেভাবে করা হয়-
২ এর ?% = ৮
বা ?/১০০ = ৪
বা ? = ৪০০ (উ.)

একটি চকলেটের দাম ২০০৪ সালে ছিল ২ টাকা। এখন সেটির দাম ৮ টাকা হয়েছে। তাহলে চকলেটটির দাম বেড়েছে কত শতাংশ?
সমাধান:
দাম বেড়েছে ৬ টাকা। তাহলে হিসেব করতে হবে ৬ টাকা ২ টাকার কত শতাংশ। ৬, ২ এর ৩গুণ, অর্থাৎ ৩০০ শতাংশ দাম বেড়েছে।


ম্যাথ প্লে-দিব্যেন্দু দ্বীপ