এরকম অংক প্রায়ই চাকরির পরীক্ষায় আসে

follow-upnews
0 0

বার্ষিক মুনাফা ১০ টাকা থেকে কমে ৮ টাকা হলে, ৩,০০০ টাকার ৩ বছরের মুনাফা কত কম হবে?

সমাধান: ১০০ টাকায় বছরে কমে টাকা বছরে কমে টাকা

এখন, ৩০০০ টাকার মধ্যে ১০০ আছে ৩০টা

অতএব, ৩০০০ টাকায় ৩ বছরে কমবে ×৩০ = ১৮০ টাকা।ৎ

২ এর কত শতাংশ ৮ হবে?
সমাধান: এটি সিম্পল ম্যাথ। ১০০ শতাংশ বৃদ্ধি পাওয়া বা কমা মানে সম পরিমাণ বৃদ্ধি পাওয়া বা কমা। অর্থাৎ, ১গুণ যুক্ত হওয়া মানে ১০০শতাংশ বেড়েছে। তবে এখানে প্রশ্নটি বুঝতে হবে। যদি বলত, ২ থকে ৮ হলে কত শতাংশ বেড়েছে? তাহলে উত্তরটি ভিন্ন হত। কিন্তু প্রশ্ন করেছে, ২ এর কত শতাংশ ৮ হয়? এটি অনুপাত হিসেব করেই বোঝা সম্ভব। ৮ যেহেতু ২ এর ৪গুণ। অতএব, ২ এর ৪০০% এ ৮ হয়।
ভেঙ্গে করলে যেভাবে করা হয়-
২ এর ?% = ৮
বা ?/১০০ = ৪
বা ? = ৪০০ (উ.)

একটি চকলেটের দাম ২০০৪ সালে ছিল ২ টাকা। এখন সেটির দাম ৮ টাকা হয়েছে। তাহলে চকলেটটির দাম বেড়েছে কত শতাংশ?
সমাধান:
দাম বেড়েছে ৬ টাকা। তাহলে হিসেব করতে হবে ৬ টাকা ২ টাকার কত শতাংশ। ৬, ২ এর ৩গুণ, অর্থাৎ ৩০০ শতাংশ দাম বেড়েছে।


ম্যাথ প্লে-দিব্যেন্দু দ্বীপ

Next Post

ফাংশনাল কী (F1-F12) এর ব্যবহার

F1 থেকে F12 কী গুলোর সাথে কম্পিউটার ব্যবহারকারীরা খুবই পরিচিত। এই কী-গুলোকে বলা হয় ফাংশনাল কী? কী-গুলোর বিভিন্ন ধরনের ব্যবহার আছে, নিচে কী গুলোর ব্যবহার দেখানো হলো। F1 এর ব্যবহার কী টি সাধারণত সাহায্যকারী কী হিসেবে ব্যবহৃত হয়। যেকোন প্রোগ্রাম চালানোর সময় এই কী প্রেস করা হলে, ওই প্রোগ্রাম এর […]

এগুলো পড়তে পারেন