Headlines

ক্লান্ত আমি ওদের পাশে অমানুষ হয়ে দাঁড়িয়ে থাকি

প্রতিকূলতা ছিল,

প্রতিকূলতা আমি তৈরি করেছিও,

চারপাশে এখন বাধার পাহাড়।

একটা ডিঙ্গোলে আরেকটা,

ছোট ছোট বৃত্তে এখন আমর জীবন।

অবারিত মাঠ নেই, মুক্তি নেই,

দুর্বল হৃদয় আমাকে সীমাবদ্ধ করেছে

অক্ষমতার আক্ষেপে।

পারি না অনেক মানুষের মতো

খোড়া কুকুরগুলোকে পাশ কাটাতে।

ক্লান্ত আমি ওদের পাশে

অমানুষ হয়ে দাঁড়িয়ে থাকি

কয়েকটি দলিত সাদা ঘাসের প্রাণ ফিরাতে।


দিব্যেন্দু দ্বীপ