Headlines

প্রেমের প্রলাপ // শেকস্ রাসেল

Shahida Sultana
কত কী নালিশ জানাব! 
কীভাবে?
কোনোদিন কি সত্যি
তোমায় আমি কাছে পাব?
কীভাবে ওরা পৌছে গেল,
দুর্বোধ্য তোমার নাগাল পেল!
প্রশ্রয় না পেলে?
নাকি ওরা সত্যিই বীর,
আমি ভিরু, বিষন্ন বিধুর?
লাল শাড়ীতে তোমায় কেমন লাগে?
সাদা শাড়ীতে?
হলুদ, নীল, বেগুনি, আসমানী, কমলায়—
তোমায় কেমন দেখায়?
আমার যখন অনেক টাকা হবে,
খুঁজে খুঁজে আমি সাতটা শাড়ী কিনব,
তুমি যখন আমার হবে
তখন তোমায় পরাব।
নাহ! তুমি কেন আমার হবে?
কেউ কারো হতে পারে?
মানে তোমাকে যখন আমি কাছে পাব।
তাই বা কীভাবে পাব?
থাক, শাড়ীগুলো আমি তোমায় দিব,
তুমি পরে ছবি তুললে আমি দেখব।
আচ্ছা সাতটা শাড়ী কিনতে কত টাকা লাগবে?
জানি না, কিন্তু আমি কিনবই—
তোমার জন্য না, আমার জন্য,
আমি তোমায় দেখব বলে।
হাতছানি, পিছুটান সব যেন ভুলে যাই,
তোমার প্রার্থনায় এইটুকু শুধু চাই।
তুমি থাকো দূর অজানায়
মহাসিন্ধুর ওপার,
আমার কি সাধ্য হয় তোমারে পাবার!
এসব ভুলে যাও—
প্রলয়ের কালে
কোনো এক বাতুলের গল্প বলা,
তুমি মহান থামিও না পথচলা।
আমি ভেসে যাব জানি,
এইবেলা শুধু বিস্মিত হই তোমার বৈভবে।
কত কী ভাসে,
প্রয়োজনে বা আবেশে,
তাতে কী আসে যায়,
সাগর ঠিকই থাকে অব্যয়।
তুমি কাছে নাই,
তবু প্রতি মুহূর্তে তোমায় আমি হারাই!