এক বাঙালি নারী // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0
ভীষণ ঝড়,
বাদল,
বাতাস—
আর তুমি
আমার একলা আকাশ!
আর কিছু নয়,
কেউ নয়,
শুধু তোমাতেই
আমার জয় পরাজয়।
এই জীবনে
একটুও যদি তোমায় পেতাম!
সব দুঃখ ঘুচে যেত
জীবন হিসেব বুঝে পেত।
তুমি যদি চাও
আমি করতে পারি এখনও দিগ্বিজয়,
ফিরে এসে কি তোমায় পাব,
প্রিয়, তুমি ফুরিয়ে যাবে না তো?
তোমারও কিন্তু জড়তা আছে,
জুবুথুবু এক বাঙালি নারী—
আমার যে কী ভালো লাগে!
আমার ভীষণ ঘোর লাগে।
Next Post

প্রেমের প্রলাপ // শেকস্ রাসেল

♥ কত কী নালিশ জানাব!  কীভাবে? কোনোদিন কি সত্যি তোমায় আমি কাছে পাব? ♥ কীভাবে ওরা পৌছে গেল, দুর্বোধ্য তোমার নাগাল পেল! প্রশ্রয় না পেলে? নাকি ওরা সত্যিই বীর, আমি ভিরু, বিষন্ন বিধুর? ♥ লাল শাড়ীতে তোমায় কেমন লাগে? সাদা শাড়ীতে? হলুদ, নীল, বেগুনি, আসমানী, কমলায়— তোমায় কেমন দেখায়? আমার […]
Shahida Sultana