Headlines

আবার যেন এক জন্ম হয় এ জীবনে

পরকাল

♣♥♦

পাড়ি দিতে হবে আরো কিছু দূর,

এই লোকালয় ছাড়িয়ে,

ভালোবাসা ক্ষমা ঘৃণা দুর্বলতা হতে

—যেখানে কিছু নেই অনুভূতি এত।

যত দূরে গেলে মেলে অচেনা পথ—

আবার যেন এক জন্ম হয় এ জীবনে

আপন ঔরসে অন্যলোকে।

♣♥♦

কিছুই হলো না,

শুধু এলোমেলো একটা জীবন হলো।

কিছুই হলো না,

অবশেষে ‍শুধু মৃত্যু হলো।


দিব্যেন্দু দ্বীপ