আবার যেন এক জন্ম হয় এ জীবনে

follow-upnews
0 0

♣♥♦

পাড়ি দিতে হবে আরো কিছু দূর,

এই লোকালয় ছাড়িয়ে,

ভালোবাসা ক্ষমা ঘৃণা দুর্বলতা হতে

—যেখানে কিছু নেই অনুভূতি এত।

যত দূরে গেলে মেলে অচেনা পথ—

আবার যেন এক জন্ম হয় এ জীবনে

আপন ঔরসে অন্যলোকে।

♣♥♦

কিছুই হলো না,

শুধু এলোমেলো একটা জীবন হলো।

কিছুই হলো না,

অবশেষে ‍শুধু মৃত্যু হলো।


দিব্যেন্দু দ্বীপ

Next Post

অসুরের প্রেম আমাদের হয়েছে তবু

১ মহামূল্যবান কী যেন হারিয়ে ফেলেছি এ জীবন থেকে, বুঝতে পারি না কী তা, শুধু হাহাকারটা ঠিক চিনি। ২ এত আলোর ওপারেই হয়ত ঘোর অন্ধকার, আলোতে ঝাপ দিয়ে আমি কি তবে অন্ধকারে পড়ছি? ৩ কিছু নেই জানি তবু কিছু জীবন বাকী, এ যেন অনাগ্রহী হয়ে বইয়ের শেষ পাতা পড়া, শুধু […]
bird Bangladesh