ঈশ্বর জন্মে, ঈশ্বর মরে // দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

মৃত্যু হয়, মাটি হয়ে যায় মানুষ,
আবার তাতে জন্মে ঘাস-গাছ-পাখি-মানুষ।
সম্রাজ্য জন্মেছিলো একদিন অবেলায়,
আমরা তাকে শুধু ক্ষুদ্র শিশু ভেবে
ভুল করেছিলাম,
দিইনি প্রাপ্য যা ছিলো তার।
বেড়েছ সে অবহেলায়, ঘৃণায়;
নিদারুণ হয়ে একদিন হারায় সে জীবন।
মানুষ মরে না তাতে, শুধু স্বর্গ মরে।
মানুষ মরে না তাতে, শুধু ঈশ্বর মরে।
ঈশ্বর জন্মে, ঈশ্বর মরে,
আমরা ভাবি শুধু মানুষ,
আমরা ভাবি শুধু নারী-পুরুষ।

Next Post

“প্রিয়তম” কাব্যগ্রন্থ থেকে কবিতা

♥ প্রিয়তম, আমাকেও তুমি কিছু খাতির করো শুধু সভ্যতার প্রতি এখনো তোমার কিছুু দায় আছে বলে। আমি বুঝি প্রিয়তম, বীজ তোমার কাছেও মূল্যবান ঠিকই, কিন্তু সে শুধু আগামীতে ফসল ফলাতে। এখন তোমার পুষ্টিকর ফল প্রয়োজন।   ♥ প্রিয়তম, তোমার নিষ্পাপ মিথ্যা কথায় আমি মনুষ্যত্বের আভাস পাই। কী অবলিলায় তুমি বলে […]