অনুষ্ঠিত হয়েছে বাঁধন পি.সি. কলেজ পরিবারের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

follow-upnews
0 0

রক্ত দাতাদের সংগঠন

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট

২২ জানুয়ারি ২০১৯, মঙ্গলবার, সকাল ৯টা থেকে বাঁধন সরকারি পি.সি. কলেজ পরিবারের আয়োজনে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এবং বাঁধনে কাজ করার জন্য নতুন সদস্য সংগ্রহ করা হয়েছে।

স্থানঃ সরকারি পি.সি. কলেজ পালকি ঘর।

একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। আমরা স্বপ্ন দেখি সেদিনের, যেদিন বাংলাদেশের প্রতিটা মানুষ তার নিজ রক্তের গ্রুপ জানবে এবং স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসবে।

প্রয়োজনে:

আহবায়ক: সবুজ হালদার (01756021644), সদস্য সচিব: সজীব বেপারী (01794746974 ) কোষাধাক্ষ: মো: নাইমুল ইসলাম (01772345116 ) সার্বিক তত্তাবধায়নে: মো: আক্তারুজ্জামান নিলয় (01715044505) মোস্তাফিজুর রহমান (01734334398) বাঁধন সরকারি পি,সি, কলেজ পরিবার।

আসুন আমরা সবাই রক্তের গ্রুপ জানি আর সবাই রক্তদান করে মানবতার সেবায় এগিয়ে আসি।

Next Post

বাঁধন সরকারি পি.সি.কলেজ পরিবারের আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

শুভ দত্ত সৌরভ, বাগেরহাট প্রতিনিধি ২২ জানুয়ারি ২০১৯ এ বাঁধন সরকারি পি.সি.কলেজ পরিবারের আয়োজনে দক্ষিণ বাংলার ঐতিহ্যবাহী সরকারি পি.সি.কলেজ এর পালকি ঘরে সকাল ৯.০০ ঘটিকা থেকে দুপুর ২.০০ ঘটিকা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির পাশাপাশি সদস্য সংগ্রহ করা হয়। উক্ত কর্মসুচি পরিদর্শন […]
পি.সি. কলেজ

এগুলো পড়তে পারেন